Logo
শিরোনাম
পর্দার নিয়মিত মুখ কখনও হতে চাইনি: আইশা খান
ক্রাইম ভিশন

প্রকাশ: 07 Oct 2024 | 06:41pm | আপডেট: 14 Jan 2025 | 03:54pm

পর্দার নিয়মিত মুখ কখনও হতে চাইনি: আইশা খান

আইশা খান। অভিনেত্রী, মডেল ও সঞ্চালক। ছোটপর্দার পাশাপাশি সিনেমায় অভিনয় নিয়ে কাটছে তাঁর ব্যস্ত সময়। অভিনয়ে নিজস্ব ভাবনা ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে...

কিছুদিন ধরে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। বড়পর্দার কাজ নিয়েই কী এখনকার সমস্ত ভাবনা?

‘শেকড়’ সিনেমার শুটিং নিয়ে টানা বেশ কিছু দিন ব্যস্ত ছিলাম, এটা সত্যি। তার মানে এই না যে, এখন শুধু সিনেমা নিয়েই ভাবছি। গল্প, চরিত্র যদি ভালো লাগে, তাহলে যে কোনো মাধ্যমেই কাজ করতে প্রস্তুত। এই যেমন ‘শেকড়’-এর কাজ শেষ করেই এখন অমিতাভ আহমেদ রানার একটি নাটকের শুটিং করছি। এরপর হয়তো ওটিটিতেও দেখতে পাবেন– সবই নির্ভর করছে সময় আর কাজের ধরনের ওপর। 

ক’দিন আগে বলেছিলেন, আপাতত ওটিটিতে কাজ করবেন না। এখন বলছেন, নাটক-সিনেমার পাশাপাশি ওটিটিতেও আপনাকে দেখা যেতে পারে... 

যখন এ কথা বলেছিলাম, তখন এক নাগাড়ে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করা হয়ে গেছে। মনে এ প্রশ্নই উঁকি দিচ্ছিল, দর্শক কি শুধু এখন ওটিটিতে আমাকে দেখবেন? অন্য কিছু করার কি সুযোগ পাব না? এসব ভেবেই ওটিটি থেকে বিরতি নিতে চেয়েছিলাম। বলেছিলাম, আপাতত ওটিটির কাজ নিয়ে ভাবছি না। এমন নয় যে, ওটিটিতে কাজ করে ভালো লাগেনি বা দর্শক সাড়া পাইনি। পেয়েছি, তারপরও ঐ সময়ে চেয়েছিলাম একটু আলাদা কিছু করি।

আলাদা কিছু করার ভাবনা থেকেই তাহলে ‘শেকড়’ সিনেমার সঙ্গে যুক্ত হওয়া?    

আলাদা কিছু যেমন করতে চেয়েছি, তেমনি এও চেয়েছি নিজের যা ভালো লাগবে সেটাকে প্রাধান্য দিতে। ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, এই সিনেমায় গল্প ও ফাল্গুনী চরিত্রটি ভালো লেগে যাওয়া। দ্বিতীয় কারণ ছিল নির্মাতা প্রসূন রহমান। পর্দায় তাঁর গল্প উপস্থাপনের ভঙ্গি অনেকের চেয়ে আলাদা। যেজন্য তাঁর ‘সুতপার ঠিকানা’ সিনেমাটি দারুণভাবে মনে আঁচড় কেটেছিল। তাই এমন একজন নির্মাতার কাছে ভিন্ন ধাঁচের একটি গল্পে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। 

‘শেকড়’-এর আগে আরও দুটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। সেগুলোর কাজ কী শেষ?   

বিপ্লব হায়দারের ‘ভয়াল’ সিনেমার কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। সেন্সর সার্টিফিকেটও পেয়ে গেছে। এখন শুধু মুক্তি ঘোষণা দেওয়া বাকি। আর সোহেল আরমানের ‘সংবাদ’ সিনেমা নির্মাণ স্থগিত হয়ে আছে। কবে আবার কাজ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছি না।   

অভিনয় ব্যস্ততায় উপস্থাপক আইশা হারিয়ে যাচ্ছে বলে কী কখনও মনে হয়?

আমি কখনোই পর্দার নিয়মিত মুখ হতে চাইনি। এজন্যই উপস্থাপনাটা নিয়মিত করছি না। তবে মাঝেমধ্যে উপস্থাপক আইশার দেখা পাবেন– এটুকু আশ্বাস দিতে পারি।    

সর্বশেষ সংবাদ